Dhaka ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে প্রথম টিকা নিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১২৫১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে রাজবাড়ী সদর হাসপাতাল কেন্দ্রে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। প্রথম টিকাটি প্রয়োগ করা হয় রাজবাড়ীর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারকে। এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মো. ইব্রাহীম টিটন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম টিকা নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার তার প্রতিক্রিয়ায় বলেন, আমি ভাগ্যবান যে, রাজবাড়ী জেলায় প্রথম টিকাটি আমিই নিতে পেরেছি। টিকা নিয়ে কোনো সন্দেহ নয়। সবাই টিকা গ্রহণে এগিয়ে আসুক। দেশের মানুষ সুস্থ থাকুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে মাথা পেতে নিয়েছি। আশা করি, তার গতিশীল নেতৃত্বে দেশ থেকে করোনা দূর হবেই।

রাজবাড়ীর সিভিল সার্জন মো. ইব্রাহীম টিটন জানান, রাজবাড়ী জেলায় এপর্যন্ত ২২৫০ জন রেজিস্ট্রেশন করেছেন। সদর হাসপাতালে দুটি বুথে আগ্রহীদের টিকা দেওয়া শুরু হয়েছে। রোববার জেলায় চারশ জনকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে প্রথম টিকা নিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

প্রকাশের সময় : ০৬:০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে রাজবাড়ী সদর হাসপাতাল কেন্দ্রে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। প্রথম টিকাটি প্রয়োগ করা হয় রাজবাড়ীর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারকে। এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মো. ইব্রাহীম টিটন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম টিকা নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার তার প্রতিক্রিয়ায় বলেন, আমি ভাগ্যবান যে, রাজবাড়ী জেলায় প্রথম টিকাটি আমিই নিতে পেরেছি। টিকা নিয়ে কোনো সন্দেহ নয়। সবাই টিকা গ্রহণে এগিয়ে আসুক। দেশের মানুষ সুস্থ থাকুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে মাথা পেতে নিয়েছি। আশা করি, তার গতিশীল নেতৃত্বে দেশ থেকে করোনা দূর হবেই।

রাজবাড়ীর সিভিল সার্জন মো. ইব্রাহীম টিটন জানান, রাজবাড়ী জেলায় এপর্যন্ত ২২৫০ জন রেজিস্ট্রেশন করেছেন। সদর হাসপাতালে দুটি বুথে আগ্রহীদের টিকা দেওয়া শুরু হয়েছে। রোববার জেলায় চারশ জনকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে।