রাজবাড়ীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
- প্রকাশের সময় : ০৭:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১২৭০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শেখ তিতুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্বাক্ষরিত আলমগীর শেখ তিতুকে প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন চেয়ে আপনি পৌর আওয়ামী লীগ বরাবর আবেদন করেছিলেন এবং তৃণমূলের ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মহম্মদ আলী চৌধুরীকে মনোনয়ন দেন।
আপনি এ মনোনয়ন চ্যালেঞ্জ করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। এতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আপনাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হলো।