Dhaka ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় কলেজছাত্র সিফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১২৬১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের ছাত্র সাজেদুর রহমান সিফাত হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন ছাত্রসমাজ, কাচারীপাড়া, পাংশার ব্যানারে পাংশা  উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বাজারে আয়োজিত মানববন্ধনে নিহত সিফাতের মা-বাবা, সহপাঠি, আত্মীয়-স্বজন, এলাকাবাসী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এসময় এক সমাবেশে বক্তৃতা করেন নিহত সিফাতের বাবা রফিকুল ইসলাম, মা সাবানা বেগম, উপজেলা কৃষকলীগ নেতা মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, এলাবাসী শেখ সুজন প্রমুখ।

বক্তারা বলেন, সিফাত মেধাবী ছাত্র ছিল। এলাকায় শান্ত শিষ্ট হিসেবে পরিচিত ছিল। কোনো অন্যায় কাজ কখনও করেনি। দুষ্কৃতিকারীরা নির্মমভাবে সিফাতকে হত্যা করেছে। সিফাতের হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এসময় কান্নায় ভেঙে পড়েন সিফাতের বাবা-মা।

গত ১২ জানুয়ারি রাতে ব্যাডমিন্টন খেলা দেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে সিফাতকে নির্মমভাবে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনায় সিফাতের মা সাবানা বেগম বাদী হয়ে সেলিম, হেলাল, রুবেল, ইমরান, সালাউদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামি সেলিম ও হেলালকে গ্রেপ্তার করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় কলেজছাত্র সিফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের ছাত্র সাজেদুর রহমান সিফাত হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন ছাত্রসমাজ, কাচারীপাড়া, পাংশার ব্যানারে পাংশা  উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বাজারে আয়োজিত মানববন্ধনে নিহত সিফাতের মা-বাবা, সহপাঠি, আত্মীয়-স্বজন, এলাকাবাসী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এসময় এক সমাবেশে বক্তৃতা করেন নিহত সিফাতের বাবা রফিকুল ইসলাম, মা সাবানা বেগম, উপজেলা কৃষকলীগ নেতা মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, এলাবাসী শেখ সুজন প্রমুখ।

বক্তারা বলেন, সিফাত মেধাবী ছাত্র ছিল। এলাকায় শান্ত শিষ্ট হিসেবে পরিচিত ছিল। কোনো অন্যায় কাজ কখনও করেনি। দুষ্কৃতিকারীরা নির্মমভাবে সিফাতকে হত্যা করেছে। সিফাতের হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এসময় কান্নায় ভেঙে পড়েন সিফাতের বাবা-মা।

গত ১২ জানুয়ারি রাতে ব্যাডমিন্টন খেলা দেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে সিফাতকে নির্মমভাবে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনায় সিফাতের মা সাবানা বেগম বাদী হয়ে সেলিম, হেলাল, রুবেল, ইমরান, সালাউদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামি সেলিম ও হেলালকে গ্রেপ্তার করেছে।