কালুখালীতে অপহৃতা কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১২৪৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ অপহরণের ১৬ দিন পর মঙ্গলবার বিকেলে এক কিশোরীকে উদ্ধার করেছে কালুখালী থানার পুলিশ। এসময় অপহরণকারী রুবেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি গ্রামের নজরুল মুন্সীর ছেলে। বর্তমানে সে কালুখালী উপজেলার চরসিলোকা গ্রামে তার নানার বাড়িতে বসবাস করে। অপহৃতা কিশোরী কালুখালী উপজেলা এলাকার বাসিন্দা।
কালুখালী থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, গত ১৭ জানুয়ারি তারিখে রুবেল ওই কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এঘটনায় কিশোরীর মা ২ ফেব্রুয়ারি মঙ্গলবার কালুখালী থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রাজবাড়ী শহর এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও আসামি রুবেলকে গ্রেপ্তার করে। রুবেলকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :