পাংশায় বিপুল ভোটে জিতলেন নৌকার প্রার্থী ওয়াজেদ আলী

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 08:34:32 pm, Sunday, 31 January 2021
- / 1196 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াজেদ আলী মন্ডল। প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন।
ওয়াজেদ আলী মন্ডল পেয়েছেন ১১ হাজার ১৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের ফজলুল হক ফরহাদ পেয়েছেন ৪ হাজার ২৪৩ ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রইচউদ্দিন খান পেয়েছেন ১ হাজার ৮৫৬ ভোট।
তৃতীয় ধাপের নির্বাচনে শনিবার পাংশা পৌরসভার ভোটগ্রহণ অনষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভার মোট ভোটার ২৪ হাজার ৩১৩ জন।
Tag :