কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৮:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১২৩২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে সৎ বাবা দিলু শেখকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
ওই কিশোরীর মা জানায়, প্রথম স্বামী সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর ৬ বছর আগে তার ২য় বিয়ে হয়। আগের স্বামীর ঔরসে জন্ম নেয়া কন্যা সন্তানসহ স্বামীকে নিয়ে তার বাবার বাড়িতে বসবাস করেন। তিনি বাজারে পিঠা বিক্রি করে সংসারের খরচ মেটান। গত বুধবার বিকেলে তিনি পিঠা বিক্রি করতে গেলে তার কিশোরী কন্য একাই ঘরে ছিলো। এ সুযোগে তার বর্তমান স্বামী দিলু শেখ (৪৭) তার আগের ঘরের কন্যাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার কন্যার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে লম্পট দিলু শেখকে আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কিশোরীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহন করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধে লিপ্ত হওয়ায় অভিযুক্ত দিলুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।