হাইকোর্টের নির্দেশে প্রার্থীতা ফিরে পেলেন তোফাজ্জেল হোসেন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১২৮৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ হাইকোর্টের নির্দেশে প্রার্থীতা ফিরে পেয়েছেন রাজবাড়ীর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জেল হোসেন। বুধবার সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন তাকে ধানের শীষ প্রতীক প্রদান করেন।
রিটার্নিং অফিসার জানান, বিএনপি প্রার্থী তোফাজ্জেল হোসেন উচ্চ আদালতের নির্দেশে প্রার্থীতা ফিরে পাওয়ায় নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মনোনয়ন যাচাই বাছাইয়ে ঋণের জানিদার থাকায় তোফাজ্জেল হোসেনের প্রার্থীতা বাতিল হয়। রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে আপীল করেও প্রার্থীতা ফিরে না পাওয়ায় উচ্চ আদালতে যান তোফাজ্জেল হোসেন।
Tag :