Dhaka 10:52 pm, Monday, 20 March 2023

ভাই -ভাবি শিশুটিকে তুলে দেয় ট্রেনে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 07:15:10 pm, Sunday, 24 January 2021
  • / 1316 জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥  রফিকুল ইসলাম (১০)। সে নওগাঁ জেলার রায়নগর উপজেলার ভবানীপুর গ্রামের মরহুম বাদেশ মন্ডলের ছেলে। তাকে শনিবার রাত ৮টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেল ষ্টেশনে ঘোরাঘুরি করছিল। তাকে স্থানীয় সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রিড়া সংসদের আহবায়ক হেলাল খন্দকার পেয়ে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে অবগত করে রাতে তার নিজ বাড়ীতে রাখেন। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।

শিশু রফিকুল ইসলাম জানায়, ওর পিতা-মাতা মারা গেছে। ভাই এবং ভাবি রাজশাহী থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে তুলে দিয়েছে। থাকতো ভায়ের অধীনে। ভাবি এবং ভাই ট্রেনে তুলে দেয়ার সময় বলেছে আমরা আর তোকে রাখবো না, তোর মন যেখানে চায়, সেখানে চলে যাবি। সে তার পরিবারে সাথে থাকতে চায়। এ ছেলেটির পরিবারের সদস্যদের ঠিকানা পেলে হেলাল খন্দকারের ০১৭১৬-১৪০৬৫০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাই -ভাবি শিশুটিকে তুলে দেয় ট্রেনে

প্রকাশের সময় : 07:15:10 pm, Sunday, 24 January 2021

জনতার আদালত অনলাইন ॥  রফিকুল ইসলাম (১০)। সে নওগাঁ জেলার রায়নগর উপজেলার ভবানীপুর গ্রামের মরহুম বাদেশ মন্ডলের ছেলে। তাকে শনিবার রাত ৮টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেল ষ্টেশনে ঘোরাঘুরি করছিল। তাকে স্থানীয় সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রিড়া সংসদের আহবায়ক হেলাল খন্দকার পেয়ে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে অবগত করে রাতে তার নিজ বাড়ীতে রাখেন। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।

শিশু রফিকুল ইসলাম জানায়, ওর পিতা-মাতা মারা গেছে। ভাই এবং ভাবি রাজশাহী থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে তুলে দিয়েছে। থাকতো ভায়ের অধীনে। ভাবি এবং ভাই ট্রেনে তুলে দেয়ার সময় বলেছে আমরা আর তোকে রাখবো না, তোর মন যেখানে চায়, সেখানে চলে যাবি। সে তার পরিবারে সাথে থাকতে চায়। এ ছেলেটির পরিবারের সদস্যদের ঠিকানা পেলে হেলাল খন্দকারের ০১৭১৬-১৪০৬৫০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।