রাজবাড়ীর কবি রমজান সাবেরী আর নেই

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:27:59 pm, Saturday, 23 January 2021
- / 1206 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের উপদেষ্টা ও সূর্যনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কবি রমজান সাবেরী আর নেই। শুক্রবার রাতে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাসিন্দা রমজান সাবেরী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার তিনটি একক কাব্যগ্রন্থ ও ৩০টির মত যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি নাটকও লিখেছেন তিনি।
Tag :