নৌকার পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী
- প্রকাশের সময় : ০৭:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৩৭৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওয়াজেদ আলী মন্ডলের পক্ষে সব ভেদাভেদ ভুলে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছন কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
শুক্রবার পাংশা বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এ আহ্বান জানান। একই সাথে তিনি বিদ্রোহী প্রার্থী ফরহাদকে নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার পক্ষে সমর্থন দেওয়ারও আহ্বান করেন। তিনি বলেন, নৌকা আওয়ামী লীগের প্রতীক। শেখ হাসিনার প্রতীক। এটিকে উপেক্ষা করার কোনো উপায় নেই। আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলকে কাজ করতে হবে। এসময় অন্যদের মাঝে বক্তৃতা করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, সাবেক ভাইস চেয়ারম্যান জেলা কৃষকলীগ নেতা মোস্তফা মাহমুদ হেনা মুন্সী প্রমুখ।
এর আগে পাংশা শহর থেকে নৌকার সমর্থনে নেতাকর্মীরা শহরে শোভাযাত্রা করে। বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় সমবেত হয়।
আগামী ৩০ জানুয়ারি পাংশা পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বপিন্দ্বতা করছেন।