বিদ্রোহী মেয়র প্রার্থী ফরহাদ যুবলীগ থেকে বহিষ্কার
- প্রকাশের সময় : ০৭:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৩০২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী পাংশা উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ২০ জানুয়ারি তারিখে রাজবাড়ী জেলা যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে রাজবাড়ী আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ফজলুল হক ফরহাদকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম বলেন, যুবলীগের চেয়ারম্যানের নির্দেশে তাকে বহিষ্কার করে তার বিরুদ্ধে অভিযোগগুলো কেন্দ্রে পাঠানো হয়েছে।