পদ্মায় জেলের জালে ২০ কেজি ওজনের বাঘা আইড়

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:29:07 pm, Monday, 18 January 2021
- / 1152 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পদ্মায় জেলে জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পরেছে।মাছটির ওজন দিয়ে দেখা গেছে ২০ কেজি ১শত গ্রাম।
দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী মোহাম্মদ আলি জানান, সোমবার ভোরে দৌলতদিয়ার পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে গোপাল হলদার। এ সময় তার জালে বিশাল আকৃতির বাঘা আইড় মাছটি ধরা পরে। পরে স্থানীয় আড়তে ডাকের মাধ্যমে ১১ শত টাকা কেজি দরে ২২ হাজার টাকা দিয়ে কিনে নেওয়া হয়। এরই মধ্যে বেশি লাভের আশায় মাছটিকে ঢাকায় পাঠিয়েছেন তিনি।
Tag :