Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে অাঞ্জুমান মু‌ফিদু‌লের শীতবস্ত্র বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / ১১৯২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী‌তে ১২০ জন অসহায়, দুস্থ, বিধবা ও প্র‌তিবন্ধী‌দের মা‌ঝে অাঞ্জুমান মু‌ফিদুল ইসলা‌মের শীতবস্ত্র বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার দুপু‌রে দ‌ক্ষিণ ভবানীপুর অাঞ্জুমান মু‌ফিদুল ইসলামের জেলা শাখা কার্যাল‌য়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপ‌স্থিত ছি‌লেন, অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম জেলা শাখার সাধারন সম্পাদক ওয়া‌জিউল্লাহ মন্টু, যুগ্ম-সম্পাদক হা‌ফিজ অাল অাসাদ, মোঃ অাবু জাফর, কোষাধ্যক্ষ অাবু দাইয়ান জাহাঙ্গীর, সদস্য হা‌ফেজ স‌ফিকুল ইসলাম, ই‌ঞ্জিঃ অাব্দুর রাজ্জাক, অাব্দুল খালেক প্রমূখ। অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম জেলা শাখার সাধারন সম্পাদক ওয়া‌জিউল্লাহ মন্টু জানান, তা‌দের কাজে সবার সহ‌যো‌গিতা প্র‌য়োজন। অাজ ৩ দি‌নের এক‌টি পচা বেওয়া‌রিশ লাশ দাফ‌নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তা‌দের কা‌ছে দি‌য়ে‌ছে। কিন্তু লাশ‌টি য‌দি অাগে দি‌তো তাহ‌লে ভাল লাশ দাফন কর‌তে পার‌তেন। তারপরও সেই  লাশ‌টির যথাযথ কার্যক্রম সম্পন্ন ক‌রে দাফন ক‌রে‌ছেন। অজ্ঞাত বা বেওয়া‌রিশ লাশের সন্ধান থাক‌লে অাঞ্জুমান মু‌ফিদু‌লের সাথে যোগা‌যো‌গের জন্য অনু‌রোধ জানান তি‌নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী‌তে অাঞ্জুমান মু‌ফিদু‌লের শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী‌তে ১২০ জন অসহায়, দুস্থ, বিধবা ও প্র‌তিবন্ধী‌দের মা‌ঝে অাঞ্জুমান মু‌ফিদুল ইসলা‌মের শীতবস্ত্র বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার দুপু‌রে দ‌ক্ষিণ ভবানীপুর অাঞ্জুমান মু‌ফিদুল ইসলামের জেলা শাখা কার্যাল‌য়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপ‌স্থিত ছি‌লেন, অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম জেলা শাখার সাধারন সম্পাদক ওয়া‌জিউল্লাহ মন্টু, যুগ্ম-সম্পাদক হা‌ফিজ অাল অাসাদ, মোঃ অাবু জাফর, কোষাধ্যক্ষ অাবু দাইয়ান জাহাঙ্গীর, সদস্য হা‌ফেজ স‌ফিকুল ইসলাম, ই‌ঞ্জিঃ অাব্দুর রাজ্জাক, অাব্দুল খালেক প্রমূখ। অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম জেলা শাখার সাধারন সম্পাদক ওয়া‌জিউল্লাহ মন্টু জানান, তা‌দের কাজে সবার সহ‌যো‌গিতা প্র‌য়োজন। অাজ ৩ দি‌নের এক‌টি পচা বেওয়া‌রিশ লাশ দাফ‌নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তা‌দের কা‌ছে দি‌য়ে‌ছে। কিন্তু লাশ‌টি য‌দি অাগে দি‌তো তাহ‌লে ভাল লাশ দাফন কর‌তে পার‌তেন। তারপরও সেই  লাশ‌টির যথাযথ কার্যক্রম সম্পন্ন ক‌রে দাফন ক‌রে‌ছেন। অজ্ঞাত বা বেওয়া‌রিশ লাশের সন্ধান থাক‌লে অাঞ্জুমান মু‌ফিদু‌লের সাথে যোগা‌যো‌গের জন্য অনু‌রোধ জানান তি‌নি।