Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • / ১২৫৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের তিন দিন পর ওমর আলী শেখ নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি বাজারের কাছে একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে একই গ্রামের ওহেদ শেখের ছেলে। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। এঘটনায় নিহতের বাবা ওহেদ শেখ বাদী হয়ে রাতেই বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী ও বালিয়াকান্দি থানা সূত্র জানায়, ঢোলজানি বাজারে ওমর আলীর বাবার কাঁচামালের ব্যবসা আছে। সে তার বাবাকে ব্যবসায় সহযোগিতা করতো। গত শুক্রবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ওমরের বাবা ওহেদ শেখ গত রোববার বালিয়াকান্দি থানায় একটি জিডি করেন। সোমবার বিকেলে স্থানীয় লোকজন ক্ষেতের মধ্যে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ওমরের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা। কারা কেন তাকে হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতের লাশ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের তিন দিন পর ওমর আলী শেখ নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি বাজারের কাছে একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে একই গ্রামের ওহেদ শেখের ছেলে। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। এঘটনায় নিহতের বাবা ওহেদ শেখ বাদী হয়ে রাতেই বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী ও বালিয়াকান্দি থানা সূত্র জানায়, ঢোলজানি বাজারে ওমর আলীর বাবার কাঁচামালের ব্যবসা আছে। সে তার বাবাকে ব্যবসায় সহযোগিতা করতো। গত শুক্রবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ওমরের বাবা ওহেদ শেখ গত রোববার বালিয়াকান্দি থানায় একটি জিডি করেন। সোমবার বিকেলে স্থানীয় লোকজন ক্ষেতের মধ্যে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ওমরের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা। কারা কেন তাকে হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতের লাশ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলা হয়েছে।