পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনের মনোনয়ন দাখিল
- প্রকাশের সময় : ০৭:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৩৮৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ॥ রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার মেয়র পদে চারজন উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মাস্টার, বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির সদস্য সচিব রইচ উদ্দিন খান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদ এবং স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী।
এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিরর পদে জন ৪৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আলিম জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে মনোনয়নপত্র জমাদান প্রক্রিয়া শেষ হয়েছে। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি পাংশা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বুধবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলীয় নেতাকর্মীদের নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী রইচ উদ্দিন খান।