রাজবাড়ীতে বড়দিন পালিত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১২৭৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ যথাযোগ্য ধর্মীয় ভাগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড় দিন পালিত হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী ব্যাপ্টিস্ট চার্চে ধর্মীয় কীর্তন গান, উপহার বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।
এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. শরিফ উজ জামান, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, ব্যপ্টিস্ট চার্চের পালক জেমস হালদার, রবিন দে প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া দিনটি উপলক্ষে বৃহস্পতিবার রাতে খ্রীস্টান সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে কীর্তন গান অনুষ্ঠিত হয়।
Tag :