পাংশায় অটোচালককে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা
- প্রকাশের সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৩০৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা শহরের স্টেশন রোড এলাকায় সোমবার অটোরিক্সাচালক তরিকুল ইসলাম টুকুকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা। তিনি পাংশা পৌর এলাকার কুড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি পাংশা অটো শ্রমিক লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন টুকু।
আহত তরিকুল ইসলাম টুকু জানান, অটোরিক্সা চালানোর পাশাপাশি স্টাটারের কাজও করেন। সোমবার সকালে স্টেশন রোড এলাকার মোল্লা ফার্মেসির সামনে স্টাটারের কাজ করছিলেন। ওই সময় আরিফ ও আব্দুল্লাহ তার উপর হামলা চালায়। একজনের কাছে হাতুড়ি ও একজনের কাছে রড ছিল। রড দিয়ে তার মাথায় চারটি আঘাত করায় মাথা ফেটে যায়। আরিফের সাথে তার পূর্ব শত্রুতা রয়েছে বলে জানান তিনি। আরিফ এর আগেও তাকে মারধর করেছিল। থানায় যাওয়ার কেউ নেই- এজন্য তিনি থানায় অভিযোগ জানাতে পারেননি।
পাংশা থানার ওসি শাহাদত হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।