অধ্যক্ষের অনীহায় বিজয় দিবসে কোনো কর্মসূচী ছিলনা বালিয়াকান্দির মুনছুর আলী কলেজে
- প্রকাশের সময় : ০৫:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৩৪৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ মহান বিজয় দিবসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস যথাযথভাবে পালনের নির্দেশনা থাকলেও বালিয়াকান্দির নারুয়া মুনছুর আলী কলেজে কোনো কর্মসূচী ছিলনা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের অনীহার কারণেই বিজয় দিবস যথাযথভাবে পালিত হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।
কলেজের শিক্ষকরা জানান, বিজয় দিবসে কলেজে দায়সারাভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা কোনো কিছুরই আয়োজন করা হয়নি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন কোনো কারণ ছাড়াই এদিন কলেজে আসেননি। বিষয়টি নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে শিক্ষকরা মোবাইল ফোনে কথা বললে অধ্যক্ষ তাদের বলেছেন, শুধু জাতীয় পতাকা উত্তোলন করলেই চলবে। তারপরও কলেজের ২৭ জন শিক্ষকের মধ্যে ২৩ জন নিজ উদ্যোগে উপস্থিত হয়ে কলেজ ভবনের সামনে চেয়ার পেতে বিজয় দিবসের একটি আলোচনা সভার আয়োজন করেন। এ সভায় বক্তৃতা করেন, হারুন অর রশিদ, ফরিদা ইয়াসমিন, একেএম কবিরুজ্জামান, শরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় শিক্ষকরা বলেন, মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে দায়সারাভাবে। বিজয় দিবসের বিষয়ে কোন শিক্ষককে অবহিত করা হয়নি। আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে বিজয় দিবস উপলক্ষে আােচনা সভার আয়োজন করেছি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে শুধু জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। করোনার কারণে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। আপনি কলেজে অনুপস্থিত কেন? জানতে চাইলে বলেন, আমি কলেজে গিয়েছিলাম। শিক্ষকরা জানিয়েছেন, আপনি কলেজে যাননি। একথার উত্তরে বলেন, আমি জাতীয় পতাকা উত্তোলন করে চলে এসেছি। পারিবারিক কারণে ব্যস্ত রয়েছি। এজন্য আর কলেজে যাইনি।
বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার জানান, প্রতিটি প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালন করার কথা। যদি কেউ না করে থাকে তা দুঃখজনক।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা সাংবাদিকদের জানান, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।