Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • / ১২৯৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর সম্মান রাখার দৃঢ় প্রত্যয়ে রাজবাড়ীতে সরকারি কর্মকর্তাদের সমাবেশ শনিবার সকালে অফিসার্স ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মকর্তা ফোরাম, রাজবাড়ীর আয়োজনে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা, রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচচারক শারমীন নিগার, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর সিভিল সার্জন মো. ইব্রাহীম, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর  রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক গোপাল কৃষ্ণ দাস, রাজবাড়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মো. আজম, রাজবাড়ী আনসার এন্ড ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার বেগম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. সাহাবুদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। আমরা একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি। একটি মানচিত্র পেয়েছি। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই স্বাধীনতা। পবিত্র সংবিধান অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অক্ষুণœ রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুকে অসম্মান করা হলে তা আমরা কিছুতেই মেনে নিতে পারিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান বাঙালি জাতি রাখবেই রাখবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জেলার সহ জেলার  সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’

প্রকাশের সময় : ০৬:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর সম্মান রাখার দৃঢ় প্রত্যয়ে রাজবাড়ীতে সরকারি কর্মকর্তাদের সমাবেশ শনিবার সকালে অফিসার্স ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মকর্তা ফোরাম, রাজবাড়ীর আয়োজনে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা, রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচচারক শারমীন নিগার, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর সিভিল সার্জন মো. ইব্রাহীম, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর  রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক গোপাল কৃষ্ণ দাস, রাজবাড়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মো. আজম, রাজবাড়ী আনসার এন্ড ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার বেগম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. সাহাবুদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। আমরা একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি। একটি মানচিত্র পেয়েছি। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই স্বাধীনতা। পবিত্র সংবিধান অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অক্ষুণœ রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুকে অসম্মান করা হলে তা আমরা কিছুতেই মেনে নিতে পারিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান বাঙালি জাতি রাখবেই রাখবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জেলার সহ জেলার  সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।