মানবাধিকার দিবসে রাজবাড়ীতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৬:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১২৬৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রাজবাড়ীতে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়াজিত মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের জেলা সভাপতি লাইলী নাহার, নেহাল আহমেদ, পল্লবী গুহ প্রমুখ।
অপরদিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের উপজেলা পরিষদ চত্ত্বরে সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা ও বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় বক্তৃতা করেন সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোকারম হোসেন, বাংলাদেশ দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরাম এর সদস্য সোহেল রানা, জঙ্গল একতা মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক জাহিদুর রহিম, বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরামের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল কুমার দাস, সহ-সভাপতি প্রভাষ চন্দ্র দাস প্রমুখ।