রাজবাড়ীতে রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন, সাধারণ সম্পাদক পদে বিজয়ী মুনমুন
- প্রকাশের সময় : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৭০৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট রাজবাড়ী জেলা শাখার নির্বাচন রোববার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রাত ১২টায় ঘোষণা করা হয় ফলাফল। নির্বাচনে
সাধারণ সম্পাদক পদে শামীমা আক্তার মুনমুন দুই হাজার ৮২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি শহিদুল ইসলাম পেয়েছেন ৬৫৬ ভোট। কার্যনির্বাহী পদে বিজয়ীরা হলেন মঞ্জুরুল আলম (১৫৫৮ ভোট), শেফালি খাতুন (১৫২০ ভোট), নজরুল ইসলাম (১৪৯১ ভোট), এজাজ আহমেদ (১৪৬০ ভোট), শাকিল সরদার (১১৩৪ ভোট)।
অপর তিন প্রতিদ্বন্দ্বি কামরুল হাসান ১,০২৮ ভোট, মোঃ শাহনেওয়াজ চৌধুরী ৮৯৬ ভোট ও হেলাল উদ্দিন সরদার ৮৯৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রাজবাড়ীর পাংশা কলেজের প্রাক্তন অধ্যক্ষ এটিএম রফিকউদ্দিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫ হাজার ৩৬৮ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৬০৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে সকাল ৯টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মাঝে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু। সভায় বার্ষিক আয়-ব্যয় হিসাব দাখিল করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আকরাম হোসেন।