দৌলতদিয়ায় ফেরি থেকে নামতে গিয়ে ট্রাক উল্টে বাসের উপর!
- প্রকাশের সময় : ০৭:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৩০৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে অতিরিক্ত পন্য বোঝাই একটি ট্রাক (নং যশোর ট-১১-৩৮৩৯) উল্টে যাত্রীবাহি বাসের উপরে পড়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও বাসের এক যাত্রী আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের এপ্রোস সড়কে এ দূর্ঘটনা ঘটে।
ভাঙাচোরা এপ্রোস সড়ক ও খারা ঢালুর কারণে অতিরিক্ত পন্যবোঝাই ট্রাকটি এ দুর্ঘটনার কবলে পরে বলে সংশ্লিষ্টদের অভিমত। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাক চালক মো. টিটু মিয়া (৩০) ও বাসের এক যাত্রী আহত হন।
আহত ট্রাক চালক মো. টিটু মিয়া জানান, ঢাকা থেকে গার্মেন্টসের ঝুঁট বোঝাই করে তিনি বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়ার ৫ নং ঘাট দিয়ে ফেরি হতে নেমে এপ্রোস সড়ক দিয়ে মূল সড়কে উঠার সময় এপ্রোস সড়কটি অত্যাধিক ঢালু ও ভাঙ্গা-চোরা হওয়ায় নিয়ন্ত্রন হারিয়ে তার ট্রাকটি পাশের রোজিনা পরিবহন নামের একটি বাসের (নং ঢাকা মেট্টে ব-১১-৭৭৪৫) উপর গিয়ে পড়ে। পরে মালামাল সরিয়ে দীর্ঘ চেষ্টার পর বেলা আড়াইটার দিকে ট্রাকটি উদ্ধর করা হয়।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, দৌলতদিয়া ৫ নং ঘাটটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রায় প্রতিদিনই এই ঘাটের এপ্রোস সড়কে ছোট-বড় দূর্ঘটনা ঘটছে। কিন্তু বিআইডবি¬উটিএ কর্তৃপক্ষ ঘাটটি মেরামতে গাফিলতি করছে। ঘাটের পাশে থাকা অবৈধ দোকানপাট সরিয়ে এপ্রোস সড়কটি সোজা করে দ্রুত সংস্কার করার দাবি জানান তারা।
এ প্রসঙ্গে বিআইডব্লি¬উটিএ’র আরিচা অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, দ্রুতই ঘাটটি সংস্কার করা হবে। নদী ভাঙনে দৌলতদিয়ার ঘাটগুলো ভেঙ্গে কাছাকাছি চলে আসায় যথাযথ টার্নিং সহ এপ্রোস সড়ক নির্মাণ করা সমস্যা হচ্ছে বলে তিনি জানান।