দেশ সেরা শিক্ষক শহিদুল ইসলামকে সংবর্ধনা

- প্রকাশের সময় : 06:31:49 pm, Monday, 30 November 2020
- / 1214 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ এ দেশ সেরা প্রধান শিক্ষক রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে সোমবার সংবর্ধনা দেওয়া হয়েছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদ পরিষদের উদ্যোগে পরিষদ চত্ত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা ্গোলাম রহমান মিঞা।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন খানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান মোল্লা, স্থানীয় আওয়ামী লীগ নেতা বসির আহম্মদ মিনু, মো. ফারুক হোসেন মন্ডল, বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খান টুটুল প্রমুখ।
আলোচনা সভা শেষে তাকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।