Dhaka 9:56 pm, Monday, 20 March 2023

রাজবাড়ীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 06:17:11 pm, Saturday, 28 November 2020
  • / 1229 জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের নিচপাড়া এলাকা থেকে শনিবার সকালে হোসেন আলী শেখ (৭৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোসেন আলীর বাড়ি সংলগ্ন একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী  সূত্রে জানা গেছে, হোসেন আলী বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : 06:17:11 pm, Saturday, 28 November 2020

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের নিচপাড়া এলাকা থেকে শনিবার সকালে হোসেন আলী শেখ (৭৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোসেন আলীর বাড়ি সংলগ্ন একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী  সূত্রে জানা গেছে, হোসেন আলী বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।