রাজবাড়ীতে হত্যাসহ ১১ মামলার আসামি সন্ত্রাসী মিথুন গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 09:39:16 pm, Monday, 23 November 2020
- / 1390 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল সোমবার বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট এলাকা থেকে হত্যাসহ ১১ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মিথুনকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী পৌর এলাকার দক্ষিণ সজ্জনকান্দা গ্রামের রহমত মোল্লার ছেলে।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ওসি ওমর শরীফ জানান, মিথুনের বিরুদ্ধে হত্যা ও মাদক মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এছাড়া নারী শিশু নির্যাতন, টুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে রয়েছে আরও নয়টি মামলা। সে দুধর্ষ সন্ত্রাসী। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag :