আপত্তিকর ভিডিও করে চাঁদা দাবি, র্যাবের জালে ধরা প্রতারক
- প্রকাশের সময় : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১২৮৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন: আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে ফরিদপুর কোতোয়ালী থানার আলীপুর এলাকার আব্দুল লতিফ খন্দকারের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যা¤েপর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মুকুর চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অনেক ভুক্তভোগী বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের অভিযোগ দায়ের করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ফরিদপুর কোতয়ালী থানার এজাহারভূক্ত আসামী মোঃ মিজানুর রহমান মিজানকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলিপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আটক করে। আটকৃত আসামীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভিডিও ধারনের মাধ্যমে ফরিদপুর শহরের একজন গণ্যমান ব্যক্তির কাছ থেকে হুমকির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ আসে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন-২০১২ এর ধারা ৮(১)(২)(৭)তৎসহ ৩৮৫ মামলা করে। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে আসামী তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য বলে স্বীকার করে। পরবর্তীতে রুজুকৃত মামলার আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।