বালিয়াকান্দি উপজোলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

- প্রকাশের সময় : 05:44:35 pm, Wednesday, 18 November 2020
- / 1188 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, নারুয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান সায়েদুর রহমান চুন্নু প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, আমরা করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলার জন্য ইতিমধ্যেই জনসচেতনা সৃষ্টির লক্ষে হাটে বাজারে বিনামূল্যে মাস্কসহ অন্যান্য উপকরণ বিতরণ করছি। মাস্ক ছাড়া কেউ বাইরে বের হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হবে।