রাজবাড়ীতে মাস্ক না পরায় ৭ জনের জরিমানা
- প্রকাশের সময় : ০৫:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১২৬১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ স্বাস্থ্যবিধি ভঙ্গ করে মাস্ক না পরায় রাজবাড়ীতে সাতজনকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এ দন্ড দেন।
জানা গেছে, সাম্প্রতিককালে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা একেবারেই কমে যাওয়ায় করোনার সংক্রমণ আবারও বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। রোববার সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দলটি রাজবাড়ী শহরের রেলগেট, কাপড় বাজার, প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় দুইজনকে এক হাজার টাকা করে এবং পাঁচজনকে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়।
একই অভিযানে বেশি দামে আলু বিক্রি করায় এক সবজি বিক্রেতাকে ১২শ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সোমবার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী রাখার দায়ে রাজবাড়ী শহরের দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।