বালিয়াকান্দি ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশের সময় : ০৬:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৯০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে ফেনসিডিল ও ইয়াবাসহ একাধিক মাদক মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বহরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে একাধিক মাদক মামলার আসামী হান্নান বিশ্বাস (৩৪), আব্দুল মজিদ শেখের ছেলে একাধিক মাদক মামলার আসামী জিল্লু শেখ (৪৮), বহরপুর মধ্যপাড়া গ্রামের আবুল শেখের ছেলে হারুন শেখ (২৫), আমিনুর রহমানের ছেলে মাহবুব রহমান আতা (২৮)।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান,পিপিএমের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে থানার এস,আই সৈয়দ সাইফুজ্জামান, এস,আই জাহিদুল ইসলাম, এস,আই ফায়জুর খান সঙ্গীয় ফোর্সসহ বহরপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩১ পিছ ইয়াবা ও ২১ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হান্নান ও জিল্লুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এব্যাপারে থানার এস,আই সাইফুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদেরকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।