মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীতে রাজবাড়ীতে ছড়া উৎসব ও সম্মাননা

- প্রকাশের সময় : 07:09:40 pm, Friday, 13 November 2020
- / 1191 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ অমর কথাসাহিত্য বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে ছড়া উৎসব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়েছে। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এসব অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সংগঠনের প্রধান উপদেষ্টা ফকীর আব্দুর রশীদ। মীর মশাররফ হোসে ন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল, ফরিদপুর বর্ণমালা সাহিত্য পরিষদের সভাপতি কবি আবু জাফর দিলু, রশিদ আল কামাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, ডা. আব্দুল্লাহ আল সাইফ ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।
আলোচনা শেষে মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, রাজবাড়ী কলেজ থিয়েটার, স্বদেশ নাট্যাঙ্গন ও আবুল হোসেন কলেজ থিয়েটার সংগঠনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী ছড়া উৎসবে রাজবাড়ী ও ফরিদপুর জেলার কবিদের ছড়া পাঠ করা হয়।
অপরদিকে বালিয়াকান্দির পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে মীরের সমাধিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।