কৃষকলীগের উদ্যোগে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

- প্রকাশের সময় : 07:02:56 pm, Wednesday, 11 November 2020
- / 1437 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগানে বাংলাদেশ কৃষণকলীগের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণ কার্যক্রসম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার ফরিদপুর জেলার কানাইপুরে ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
কানাইপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, সহ সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক শৈলেন কুমার বিশ^াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ আনন্দ কুমার সাহা, আইন সম্পাদক অ্যড. আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, মহিলা সম্পাদক সবিতা বৈরাগী, পরিবশে সম্পাদক জালালউদ্দিন আহমেদ, কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক রতন সরকার। সভাপতিত্ব করেন কানাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল খালেক মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমগীর গাজী।
গোপালগঞ্জের কোটালিপাড়ায় বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ কৃষকলীগ। প্রধান বক্তা ছিলেন নুরে আলম সিদ্দিকী হক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ, বিশেষ অতিথি ছিলেন আব্দুর রহমান সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলা কৃষকলীগ, শাসসুল আলম সহ সভাপতি জেলা কৃষকলীগ ও কোটালিপারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ শেখ মোঃ আয়নাল হোসেন কোটালী পাড়া পৌর সভার মেয়র কামাল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।