Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বেশি দামে আলু বিক্রি,  রাজবাড়ীতে ৩ আড়তদারের জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / ১২৬৮ জন সংবাদটি পড়েছেন

জনতরে আদালত অনলাইন ॥ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে আলু বিক্রি করায় সোমবার রাজবাড়ীতে তিন আড়তদারকে পাঁচ হাজার টাকা করে মোট জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দন্ডপ্রাপ্তরা হলো সাব্বির ট্রেডার্স, মোক্তার ে ট্রডার্স ও পবিত্র ট্রেডার্স।

রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, রাজবাড়ী  বাজারের আড়তপট্টিতে অভিযান চালিয়ে দেখা গেছে আড়তদাররা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাইকারী দামে আলু বিক্রি করছে। একারণে  তিন আগতদারকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও  জানান, সরকার  আলুর দাম পাইকারী ৩০ টাকা  এবং খুচরা ৩৫  টাকা নির্ধারণ করে দিয়েছে। এর থেকে বেশি দাম নেয়া যাবেনা। অভিযানের সময় খুচরা বিক্রেতাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এসময় সেনেটারী ইন্সপেক্টর সূর্য কুৃমার প্রমাণিক উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেশি দামে আলু বিক্রি,  রাজবাড়ীতে ৩ আড়তদারের জরিমানা

প্রকাশের সময় : ০৫:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

জনতরে আদালত অনলাইন ॥ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে আলু বিক্রি করায় সোমবার রাজবাড়ীতে তিন আড়তদারকে পাঁচ হাজার টাকা করে মোট জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দন্ডপ্রাপ্তরা হলো সাব্বির ট্রেডার্স, মোক্তার ে ট্রডার্স ও পবিত্র ট্রেডার্স।

রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, রাজবাড়ী  বাজারের আড়তপট্টিতে অভিযান চালিয়ে দেখা গেছে আড়তদাররা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাইকারী দামে আলু বিক্রি করছে। একারণে  তিন আগতদারকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও  জানান, সরকার  আলুর দাম পাইকারী ৩০ টাকা  এবং খুচরা ৩৫  টাকা নির্ধারণ করে দিয়েছে। এর থেকে বেশি দাম নেয়া যাবেনা। অভিযানের সময় খুচরা বিক্রেতাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এসময় সেনেটারী ইন্সপেক্টর সূর্য কুৃমার প্রমাণিক উপস্থিত ছিলেন।