কালুখালীতে অস্ত্রগুলিসহ সন্ত্রাসী জিরু গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৪৫১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ীর কালুখালী উপজেলা এলাকার সন্ত্রাসী জিয়ারুল ইসলাম জিরুলকে অস্ত্রগুলিসহ গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সে একই গ্রামের দিয়ানত আলীর ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের বহু অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের কোনো কমিটিতে জিরুলের নাম না থাকলেও দলের বিভিন্ন সভা সমাবেশে তাকে দেখা যেত। প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে সে সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াতো।
রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে জিরুলকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তী অনুযায়ী বাড়ির রান্নাঘর থেকে একটি ওয়ান শুটারগান ও দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জিরুলের বিরুদ্ধে একটি ডাকাতি ও দুটি মারামারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের বহু অভিযোগ আছে। কিন্তু ভয়ে কেউ থানায় মামলা দিতে পারেনা। অস্ত্রসহ আটকের ঘটনায় কালুখালী থানায় জিরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।