নথি গায়েবের অভিযোগ, আইনজীবী আশীষ’র সদস্যপদ স্থগিত
- প্রকাশের সময় : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৮৯০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ নথি গায়েবের অভিযোগে রাজবাড়ীতে সুদীপ্ত গুহ আশীষ নামে এক আইনজীবীর সদস্য পদ স্থগিত করা হয়েছে। বুধবার রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. শফিকুল আযম মামুন।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যড. আনিছুর রহমান জানান, বিচারাধীন একটি মামলার নথি গায়েবের অভিযোগে সুদীপ্ত গুহ আশীষের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি বার কাউন্সিলকে অবহিত করা হবে।
প্রসঙ্গত, রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুল ওদুদ আদালত থেকে নথি গায়েবের অভিযোগ এনে গত ৩০ অক্টোবর তারিখে সুদীপ্ত গুহ আশীষসহ তিনজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর তারিখে আইনজীবী সুদীপ্ত গুহ আশীষ রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন একটি মাদক মাদক মামলার নথি দেখতে চান। মানবিক কারণে তিনি নথিটি আইনজীবী আশীষকে দিয়ে সেরেস্তায় বসে দেখে তা ফেরত দিতে বলেন। কিন্তু আশীষ নথি ফেরত না দিয়ে তার চোখ ফাঁকি দিয়ে কৌশলে নথি নিয়ে চলে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।