বালিয়াকান্দিতে ৫৯৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 05:39:19 pm, Tuesday, 3 November 2020
- / 1284 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ীর ডিবি পুলিশ ও র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, মঙ্গলবার সকালে বালিয়াকান্দির ঠাকুর নওপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে দুশ পিচ ইয়াবাসহ শাহীন শেখকে গ্রেপ্তার করা হয়। সে কালুখালী উপজেলার কাটাবাড়িয়া গ্রামের কোরবান শেখের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর সূত্র জানায়, বালিয়াকান্দি বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে বিকাশ দাস ও নুরুল ইসলামকে আটক করে তাদের কাছ থেকে ৩৯৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এরা দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বাড়ি বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় বালিয়াকান্দি থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
Tag :