ডিবির অভিযানে মাদক মামলার আসামি গ্রেপ্তার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৮২৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রুহুৃল ্আমিন কাজীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার তরা হয়। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার চরআন্ধারমানিক গ্রামে।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওমর শরীফ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বড়পুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৯ সালের ১ জুন তারিখে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হলে তার নামে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা হয়। এই মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
Tag :