প্রবীণ সাংবাদিক কলামিস্ট রাজনীতিবিদ ফকীর আব্দুর রাজ্জাক আর নেই
- প্রকাশের সময় : ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৪৭১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল রাজ্জাক আর নেই। রোববার রাত আটটার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য বিভিন্ন অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলার বাণী পত্রিকা প্রকাশনার শুরু থেকে তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। পত্রিকা প্রকাশের শেষ দিন পর্যন্ত একই পদে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি ছিলেন গেরিলা প্রশিক্ষক। বাংলাদেশ আওয়ামী যুবলীগের দ্বিতীয় কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ফকীর আব্দুর রাজ্জাক। ১৯৮১ সালে মহিউদ্দিন-রাজ্জাকের নেতৃত্বে গঠিত বাকশালের প্রচার সম্পাদক ছিলেন তিনি। তারও আগে তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের শাহ মখদুম হলের ভিপি ছিলেন। তিনি ছিলেন প্রয়াত শেখ ফজলুল হক মনির ঘনিষ্ঠ সহচর। শেখ মনিকে স্মৃতিচারণ করে একটি বইও লিখেছেন তিনি। রাজনীতি, সমাজনীতি বিষয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১২টি। দীর্ঘদিন যাবৎ তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন। ফ্রিল্যান্স কলামিস্ট হিসেবে দেশের প্রথম শ্রেণির জাতীয় দৈনিক পত্রিকায় কলাম লিখতেন। তার স্ত্রী সাবেক সচিব রোজিনা আক্তার খানম। তার আপন বড় ভাই রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফকীর আব্দুর রশিদ।
সোমবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে বালিয়াকান্দির নবাবপুরে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি ফকীর আব্দুর জব্বার, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহসভাপতি ফকরুজ্জামান মুকুট, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির সভাপতি ডিএন চ্যাটার্জী, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা প্রমুখ।