রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৪৯৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে ৮৭ পিচ ইয়াবাসহ মো. ছুরহাব নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে একই উপজেলার পারশাইলকাঠি গ্রামের সরোয়ার সরদারের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ছুরহাবকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৮৭ (সাতাশি) পিস ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন ও ০২টি সিমকার্ড জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :