বালিয়াকান্দিতে সাড়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:10:20 pm, Thursday, 15 October 2020
- / 1249 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে বৃহস্পতিবার অভিযান চালিয়ে একটি দোকান থেকে সাড়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী আব্দুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাড়ি একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ইলিশ শিকার বিরোধী অভিযানের অংশ হিসেবে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া বালিয়াকান্দির একটি বাজার থেকে ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। তবে ওই সময় জেলে দৌড়ে পালিয়ে যায়।
Tag :