বালিয়াকান্দিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

- প্রকাশের সময় : 06:43:57 pm, Monday, 12 October 2020
- / 1184 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর বালিয়াকান্দিতে শারদীয় দূর্গা পূজা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা অডিটরিয়ামে ওই প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হান্নান মোল্যা,
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চ্যাটার্জী, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নায়েব আলী শেখ, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র মন্ডল, সহ-সভাপতি সুজয় কুমার পাল প্রমুখ বক্তৃতা করেন।
সভায় সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত করার অনুরোধ জানান।