প্রধানমন্ত্রীকে কটূক্তি : রাজবাড়ীতে ‘সাংবাদিক’ গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৪২৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রাজবাড়ীতে ‘সাংবাদিক’ খন্দকার রবিউল ইসলাম মজনুকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শনিবার দুপুরে রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মজনু দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। তার বাড়ি রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুর গ্রামে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, সম্প্রতি মজনু তার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কট‚ক্তি করে পোস্ট দেন। এঘটনায় রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক আজিজুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কট‚ক্তি করার অভিযোগে দায়েরকৃত মামলায় মজনুকে গ্রেপ্তার করা হয়েছে।
Tag :