Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অগ্নিকান্ডে পাটের গুদামসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / ১২৪৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের পাট বাজারের পদ্মা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে বিশাল একটি পাটের গুদামসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকান্ড সংঘটিত হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন পাট ব্যবসায়ী পদ্মা মার্কেটের মালিক বশির আহমেদ, পাট ব্যবসায়ী আব্দুল আজিজ, জুতা ব্যবসায়ী চঞ্চল দে, ইরফান হোসেন, মহিরউদ্দিন, খবির আলী, নান্নু প্রমানিক, আব্দুল হালিম ব্যাপারী, আমানউল্লাহ, আকবর আলী, টেইলার্স ব্যবসায়ী ফরিদ মন্ডল ও ফেব্রিকস ব্যবসায়ী অলোক কুমার পাল।

মার্কেটের মালিক বশির উদ্দিন জানান, তার মার্কেটে একটি বড় পাটের গুদাম ও ১১টি দোকান রয়েছে। তিনি প্রতিদিনই বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে বাড়ি যান। সোমবার রাতেও তিনি মেইন সুইচ বন্ধ করেছিলেন। আগুন কীসের থেকে লেগেছে তা  তিনি ধারণা করতে পারছেন না। পাটের গুদামে আব্দুল আজিজের ১৫শ মণ পাট এবং  তার নিজের বিপুল পরিমাণ তিল, মশুরি, ছোলাসহ বিভিন্ন পণ্য মজুদ করা ছিল। যার সবই পুড়ে ভস্মিভূত হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশ অফিসার রবিউল ইসলাম জানান, সকাল পৌনে ছয়টার দিকে অগ্নিকন্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাজবাড়ী ও গোয়ালন্দ ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা সম্ভব নয়। বাজারের নৈশ প্রহরী বা ব্যবসায়ীরা কেউ অগ্নিকান্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি। অগ্নিকান্ডে ১০ হাজার বর্গফুটের  পাটের গুদামসহ ১১টি দোকান পুড়ে গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অগ্নিকান্ডে পাটের গুদামসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশের সময় : ০৬:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের পাট বাজারের পদ্মা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে বিশাল একটি পাটের গুদামসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকান্ড সংঘটিত হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন পাট ব্যবসায়ী পদ্মা মার্কেটের মালিক বশির আহমেদ, পাট ব্যবসায়ী আব্দুল আজিজ, জুতা ব্যবসায়ী চঞ্চল দে, ইরফান হোসেন, মহিরউদ্দিন, খবির আলী, নান্নু প্রমানিক, আব্দুল হালিম ব্যাপারী, আমানউল্লাহ, আকবর আলী, টেইলার্স ব্যবসায়ী ফরিদ মন্ডল ও ফেব্রিকস ব্যবসায়ী অলোক কুমার পাল।

মার্কেটের মালিক বশির উদ্দিন জানান, তার মার্কেটে একটি বড় পাটের গুদাম ও ১১টি দোকান রয়েছে। তিনি প্রতিদিনই বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে বাড়ি যান। সোমবার রাতেও তিনি মেইন সুইচ বন্ধ করেছিলেন। আগুন কীসের থেকে লেগেছে তা  তিনি ধারণা করতে পারছেন না। পাটের গুদামে আব্দুল আজিজের ১৫শ মণ পাট এবং  তার নিজের বিপুল পরিমাণ তিল, মশুরি, ছোলাসহ বিভিন্ন পণ্য মজুদ করা ছিল। যার সবই পুড়ে ভস্মিভূত হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশ অফিসার রবিউল ইসলাম জানান, সকাল পৌনে ছয়টার দিকে অগ্নিকন্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাজবাড়ী ও গোয়ালন্দ ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা সম্ভব নয়। বাজারের নৈশ প্রহরী বা ব্যবসায়ীরা কেউ অগ্নিকান্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি। অগ্নিকান্ডে ১০ হাজার বর্গফুটের  পাটের গুদামসহ ১১টি দোকান পুড়ে গেছে।