Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা, আহত ৮ ॥ গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / ১২৯৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ি গ্রামে আব্দুর রব ফকির নামে এক কৃষককে কুপিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রব একই গ্রামের আবুল ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরে কৃষিকাজ করছিলেন। হামলায় আটজন আহত হয়েছে।  আহতরা হলো নিহত আব্দুর রবের ভাই শরিফুল, মিরাজ ফকির, মোজাফফর মন্ডল, মানিক ফকির, আমির মন্ডল, ইশরাক ফকির ও কাদের ফকির। এদের সবার বাড়ি একই গ্রামে। আহতরা বর্তমানে রাজবাড়ী  সদর হাসপাতাল ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হত্যার ঘটনায় সোমবার নিহতের বড় ভাই বশিরউদ্দিন বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। পুলিশ মামলার দুই আসামি এরশাদ ফকির ও  কাদের ফকিরকে গ্রেপ্তার করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন মানিক ফকির জানান, জমিজমা নিয়ে তাদেরই চাচাতো ভাই সাদ্দাম, জিয়া, আওয়ালদের সাথে বিরোধ চলছিল। প্রায় দেড় বছর  ধরে এ বিরোধ চলে আসছে। রোববার সন্ধ্যার দিকে তাদের ধান ক্ষেতে তার চাচাতো ভাইয়েরা গরু নিয়ে ধান খাওয়ায়। তারা গরু সরিয়ে নিতে বললে গালিগালাজ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়।  আব্দুর রবকে কুপিয়ে মারাত্মক জখম করার পর তাকে পানিতে নিয়ে চোবায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে আব্দুর রবের মৃত্যুর খবর পেয়ে রাতে হাসপাতালে তার স্বজনরা ছুটে আসে। এসময় হাসপাতালে হৃদয়বিদারক অবস্থার অবতারণা হয়।

এদিকে ঘটনার পর থেকে হামলাকারীরা সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে। বাড়িতে শুধু নারীরা রয়েছেন বলে জানা গেছে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ সোমবার রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা, আহত ৮ ॥ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ি গ্রামে আব্দুর রব ফকির নামে এক কৃষককে কুপিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রব একই গ্রামের আবুল ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরে কৃষিকাজ করছিলেন। হামলায় আটজন আহত হয়েছে।  আহতরা হলো নিহত আব্দুর রবের ভাই শরিফুল, মিরাজ ফকির, মোজাফফর মন্ডল, মানিক ফকির, আমির মন্ডল, ইশরাক ফকির ও কাদের ফকির। এদের সবার বাড়ি একই গ্রামে। আহতরা বর্তমানে রাজবাড়ী  সদর হাসপাতাল ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হত্যার ঘটনায় সোমবার নিহতের বড় ভাই বশিরউদ্দিন বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। পুলিশ মামলার দুই আসামি এরশাদ ফকির ও  কাদের ফকিরকে গ্রেপ্তার করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন মানিক ফকির জানান, জমিজমা নিয়ে তাদেরই চাচাতো ভাই সাদ্দাম, জিয়া, আওয়ালদের সাথে বিরোধ চলছিল। প্রায় দেড় বছর  ধরে এ বিরোধ চলে আসছে। রোববার সন্ধ্যার দিকে তাদের ধান ক্ষেতে তার চাচাতো ভাইয়েরা গরু নিয়ে ধান খাওয়ায়। তারা গরু সরিয়ে নিতে বললে গালিগালাজ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়।  আব্দুর রবকে কুপিয়ে মারাত্মক জখম করার পর তাকে পানিতে নিয়ে চোবায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে আব্দুর রবের মৃত্যুর খবর পেয়ে রাতে হাসপাতালে তার স্বজনরা ছুটে আসে। এসময় হাসপাতালে হৃদয়বিদারক অবস্থার অবতারণা হয়।

এদিকে ঘটনার পর থেকে হামলাকারীরা সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে। বাড়িতে শুধু নারীরা রয়েছেন বলে জানা গেছে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ সোমবার রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।