কালুখালীতে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, মাদক উদ্ধার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 06:40:56 pm, Sunday, 27 September 2020
- / 1416 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশ শনিবার দিবাগত রাতে কালুখালী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের সোলেমান খানের ছেলে আব্দুর রব খান, রেজাউল খানের ছেলে রব্বেল খান। এদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এরা দুজন বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথেও যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, গ্রেপ্তার দুজনের কাছ থেকে তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়েরের পর রোববার দুজনকেই রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :