পাংশায় ৪জন আাসামী গ্রেফতার

- প্রকাশের সময় : 06:39:51 pm, Sunday, 27 September 2020
- / 1264 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৪জন আাসামীকে গ্রেফতার করেছে। থানাসুএে জানাযায় রাজবাড়ী পুলিশ সুপার, মিজানুর রহমান (পিপিএম)এর নির্দেশে ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন এস.আই ননী গোপাল সরকার, এস.আই মোঃ কামাল হোসেন, এস.আই মোঃ মিঠু ফকির, এ.এস.আই মোঃ আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ পাংশা থানার বিভীন্ন গ্রাম থেকে ০৪ জন সিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদেরকে। গ্রেফতার করেছ।গ্রেফতারকৃতরা হলো (১) চরআফরা গ্রামর মৃত শমসের মোল্লার ছেলে লুৎফর মোল্লা,(২)চরদুর্লভদিয়া গ্রামের আছির সরদারের ছেলে মোঃ রাজু সরদার (৩৫),(৩.)ভট্রাচার্য্য পাড়ার মো:ওসমান বিশ্বাসের ছেলে মোঃ রাজীব বিশ্বাস,(৪)মাগুরাডাংগী গ্রামের মো: শাজাহান খানের ছেলে মোঃ মামুন খান, গ্রেফতার করেন। আসামীদেরকে রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।