Dhaka ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাতার বাঁশি বাজিয়ে আর মানুষকে আনন্দ দেবেন না ভাল্টু দা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১৩০১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ আসল নাম অধীর কর্মকার হলেও সবার কাছে পরিচিত ছিলেন ভাল্টু দা নামে। পাতার বাঁশি বাজিয়ে আর হাসিয়ে মানুষকে আনন্দ দেয়াই ছিল তার কাজ। তার দিন কাটতো বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরের বারান্দায়। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মৌকুড়ি গ্রামের বাসিন্দা ভাল্টু দা বুধবার রাতে সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। তার বয়স হয়েছিল ৭২ বছর। ব্যক্তি জীবনে তিনি ছিলেন  চার ছেলে ও তিন মেয়ের বাবা। বৃহস্পতিবার সকালে তাকে শেষ নজর দেখতে স্থানীয় বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা,  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, শিক্ষকসহ  নানা শ্রেণি পেশার মানুষ তার বাড়িতে  ভিড় করেন। বালিয়াকান্দি মহাশ্মশানে তার শেষকৃত্যে শত শত মানুষ অংশগ্রহণ করেন।

জানা গেছে, জন্ম থেকেই তিনি ছিলেন শারীরিক প্রতিবন্ধী। ছোটবেলায়  মানুষের বাড়ির  রাখালের কাজ করতেন। মুক্তিযুদ্ধের পরে  কাঠুরিয়ার কাজ করতেন। কিন্তু  প্রতিবন্ধকতার  কারণে তা বেশি দিন করতে পারেননি। পরে ঠাই নেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরের বারান্দায়। সেখানে পাতার বাঁশি বাজিয়ে, গান শুনিয়ে ও রম্য কথা বলে মানুষকে আনন্দ দিতেন। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন ভাল্টুদা। বিভিন্ন অফিসের খায় ফরমাশ খেটে যা টাকা পেতেন তাই দিয়ে চলতো সংসার। তার কোনো চাহিদা ছিলনা। নিজেকে তিনি সুখী মানুষ বলেই মনে করতেন।

 বালিয়াকান্দি শহরের প্রতিটি মানুষ তাকে চিনতো। সবার প্রিয় পাত্র ছিলেন ভাল্টুদা। কোনো মানুষকে বিষণœ দেখলেই এমন কিছু বলতেন যা  শুনে সকলেই হেসে গড়াগড়ি যেত। কোনো দিন তার মন খারাপ  দেখা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাতার বাঁশি বাজিয়ে আর মানুষকে আনন্দ দেবেন না ভাল্টু দা

প্রকাশের সময় : ০৬:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ আসল নাম অধীর কর্মকার হলেও সবার কাছে পরিচিত ছিলেন ভাল্টু দা নামে। পাতার বাঁশি বাজিয়ে আর হাসিয়ে মানুষকে আনন্দ দেয়াই ছিল তার কাজ। তার দিন কাটতো বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরের বারান্দায়। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মৌকুড়ি গ্রামের বাসিন্দা ভাল্টু দা বুধবার রাতে সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। তার বয়স হয়েছিল ৭২ বছর। ব্যক্তি জীবনে তিনি ছিলেন  চার ছেলে ও তিন মেয়ের বাবা। বৃহস্পতিবার সকালে তাকে শেষ নজর দেখতে স্থানীয় বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা,  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, শিক্ষকসহ  নানা শ্রেণি পেশার মানুষ তার বাড়িতে  ভিড় করেন। বালিয়াকান্দি মহাশ্মশানে তার শেষকৃত্যে শত শত মানুষ অংশগ্রহণ করেন।

জানা গেছে, জন্ম থেকেই তিনি ছিলেন শারীরিক প্রতিবন্ধী। ছোটবেলায়  মানুষের বাড়ির  রাখালের কাজ করতেন। মুক্তিযুদ্ধের পরে  কাঠুরিয়ার কাজ করতেন। কিন্তু  প্রতিবন্ধকতার  কারণে তা বেশি দিন করতে পারেননি। পরে ঠাই নেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরের বারান্দায়। সেখানে পাতার বাঁশি বাজিয়ে, গান শুনিয়ে ও রম্য কথা বলে মানুষকে আনন্দ দিতেন। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন ভাল্টুদা। বিভিন্ন অফিসের খায় ফরমাশ খেটে যা টাকা পেতেন তাই দিয়ে চলতো সংসার। তার কোনো চাহিদা ছিলনা। নিজেকে তিনি সুখী মানুষ বলেই মনে করতেন।

 বালিয়াকান্দি শহরের প্রতিটি মানুষ তাকে চিনতো। সবার প্রিয় পাত্র ছিলেন ভাল্টুদা। কোনো মানুষকে বিষণœ দেখলেই এমন কিছু বলতেন যা  শুনে সকলেই হেসে গড়াগড়ি যেত। কোনো দিন তার মন খারাপ  দেখা যায়নি।