বালিয়াকান্দিতে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 06:50:34 pm, Wednesday, 23 September 2020
- / 1183 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলি গ্রামে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে মিরণ শেখ(১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের সিদ্দিক শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মিরণের মৃগী রোগ ছিল। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে।
বালিয়াকান্দি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
Tag :