গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / 352
জনতার আদালত অনলাইন॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে রোববার রাতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন ইশারত আলী ব্যাপারী, তার স্ত্রী আর্জিনা বেগম ও সেন্টু ব্যাপারী। এরা সবাই একই গ্রামের বাসিন্দা। আহত তিনজন বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের ইশারত আলীর সাথে প্রতিবেশি সন্তোষ ব্যাপারীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার সন্ধ্যায় দুই পক্ষের সাথে কথা কাটাকাটি হয়। রাতে সেটি সংঘর্ষে রূপ নেয়।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tag :