সিপিবি নেতা সৌমেন দাস ভরত আর নেই

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 05:08:36 pm, Tuesday, 15 September 2020
- / 1286 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, উদীচী শিল্পী গোষ্ঠি রাজবাড়ী জেলা সংসদের সিনিয়র সহ সভাপতি ও গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সৌমেন দাস ভরত(৬২) সোমবার রাতে তার নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টিএন্ডটি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কমলাকান্ত চক্রবর্তী বাবন, জেলা উদীচীর সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাস, সিপিবির সাবেক জেলা সভাপতি আবুল কালাম শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Tag :