বালিয়াকান্দিতে বিষপানে পুত্রবধূর মৃত্যুর খবর শুনে শাশুড়ির মৃত্যু
- প্রকাশের সময় : ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১২৯৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ঔষধ ভেবে বিষপানে পুত্রবধুর মৃত্যুর খবর শুনে শ্বাশুড়ীর মৃত্যু হয়েছে। এ মর্মান্বিক ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে।
নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানা বলেন, উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের ভাদু খানের স্ত্রী জয়গুন বেগম (৩৫) মাথার সমস্যা ছিল। ঔষধ ভেবে শনিবার বিষপান করলে বাড়ীর লোকজন টের পেয়ে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর তার অবস্থা বেগতিক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াই টার দিকে মারা যায়। এখবর বাড়ীতে পৌছালে তার শ্বাশুড়ী গোলাপ খানের স্ত্রী নছিরন বিবি (৭০) স্টক করে রাত সাড়ে ৩টার দিকে মারা গেছে। এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।